AI প্রয়োগে বিশ্বের ৪০ শতাংশ চাকরি হ্রাস পেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF)। এর ফলে বিশ্বের বাজারে চাকরির সংকট তৈরি হতে পারে। এবং সেকারণে বিভিন্ন দেশের সরকারে সামাজিক সুরক্ষার জাল প্রতিষ্ঠা করার আবেদন জানালেন IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিভা।
কী করণীয়?
সুইৎজারল্যান্ডে চলছে IMFএর বিশেষ বৈঠক। সেখানেই এই বিষয়টি আলোচনায় উঠে আসে। ক্রিস্টালিনার মতে, মূলত যে সব দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে সেই সব দেশগুলি সবথেকে বেশি সমস্যায় পড়বে।
Read More- কোভিডের থেকে আরও ভয়ঙ্কর, মহামারির আকার নিতে পারে ডিজিস এক্স
তবে অন্যদিকে তিনি আশার কথাও শুনিয়েছেন। তাঁর মতে একদিকে যেমন কর্মহীন হতে পারেন অনেকে তেমনই প্রযুক্তিগত দিকে চাকরি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।