রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। রাজ্য়ে প্রচুর পরিমাণে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্য সরকারের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তির ভিত্তিতে ভিন্ন ভিন্ন সাব ডিভিশনে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Asha Worker Recruitment 2022: মোট শূন্যপদ-
মোট ১০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Asha Worker Recruitment 2022: নিয়োগস্থল-
দার্জিলিং জেলায় নিয়োগ করা হবে। কার্শিয়াং সাব ডিভিশনে ২৪ টি ও দার্জিলিং সদর সাব ডিভিশনে ৭৬ টি পদে নিয়োগ করা হবে।
Asha Worker Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য় পরীক্ষায় পাস করতেই হবে। কেবলমাত্র মহিলারাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
Asha Worker Recruitment 2022: বয়সসীমা-
এই পদে আবেদনের জন্য প্রার্থী বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সে কিছুটা ছাড় রয়েছে। ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলেই তাঁরা আবেদন করতে পারবেন।
Asha Worker Recruitment 2022: আবেদন পদ্ধতি-
আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। সেলফ অ্য়াটেস্টেড করা পাসপোর্ট সাইজের ছবি সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আবেদন পত্রের সঙ্গে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Asha Worker Recruitment 2022: শেষ তারিখ-
১৬ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।