রাজ্যের চাকরির বাজার উদ্বিগ্নজনক। সব বয়সীদের মধ্যেই একটা চাকরির জন্য সুস্পষ্ট আকাল রয়েছে। চাকরির কয়েকটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আবেদন জমা পড়ে হাজার হাজার। এর মধ্যেই রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণ ২৪ পরগনার একাধিক শূন্যপদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
Asha Worker Recruitment: যোগ্যতা-
মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। তবে আবেদনকারীকে বিবাহিতা, বিবাহ-বিচ্ছিন্না বা বিধবা হতে হবে।
Asha Worker Recruitment: বয়স-
আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপসিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
Asha Worker Recruitment: শূন্যপদ-
দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে একাধিক শূন্যপদে হবে আবেদন
Asha Worker Recruitment: নিয়োগের স্থান-
দক্ষিণ ২৪ পরগনার ২৭টি ব্লকে দেওয়া হবে এই নিয়োগ
Asha Worker Recruitment: আবেদন পদ্ধতি-
শুধুমাত্র অফলাইনেই এই পদে আবেদন করা যাবে। স্বপ্রত্যয়িত পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য নথিপত্র যুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র ও প্রয়োজনীয় যাবতীয় নথি একটি খামে ভরে তার মুখ বন্ধ করে ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে।
Asha Worker Recruitment: প্রয়োজনীয় নথি-
১) জন্ম তারিখের শংসাপত্র ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ৪) জাতির শংসাপত্র ৫) ২ কপি রঙিন পাসপোর্ট ছবি