পশ্চিমবঙ্গে হুগলি জেলার দুই প্রশাসনিক দফতরে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। হুগলির চন্দননগর এবং হুগলি সদর মহকুমায় আশা কর্মী নিয়োগ করা হবে।
Asha Worker Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য কোনও আলাদা সুবিধা মিলবে না। আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। পাশাপাশি, শুধুমাত্র বিবাহিতা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্নরাই এই পদে আবেদন করতে পারবেন।
Asha Worker Recruitment 2022: আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করা যাবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হবে বিডিও অফিসে। মুখবন্ধ খামে ৫ টাকার ডাকটিকিট যোগে বা সরাসরি বিডিও অফিসের ড্রপ বক্সে ফেলে আসতে হবে আবেদনপত্র।
Asha Worker Recruitment 2022: সময়সীমা
আগামী ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই আবেদনপত্র গ্রহণের কাজ চলবে। তবে রবিবার এবং ছুটির দিনে এই আবেদনপত্র গ্রহণ করা হবে না।
Asha Worker Recruitment 2022: নিয়োগের স্থান
হুগলির চন্দননগর মহকুমার সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ হবে।
Asha Worker Recruitment 2022: প্রয়োজনীয় নথিপত্র
এই পদে আবেদনের জন্য আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে।
১) ঠিকানার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রর ফটোকপি ৩) বয়সের প্রমাণপত্রর ফটোকপি ৪) প্রার্থীর জাতিগত শংসাপত্রর ফটোকপি ৫) ২ সেল্ফ অ্যাটেস্টেড সাম্প্রতিক পাসপোর্ট কালার ছবি ৫) ভোটার কার্ড ও আধার কার্ডের ফটোকপি ৬) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র অথবা বিবাহ বিচ্ছিন্না হলে তার শংসাপত্রের ফটোকপি