রাজ্যের চাকরির বাজার উদ্বিগ্নজনক। সব বয়সীদের মধ্যেই একটা চাকরির জন্য সুস্পষ্ট আকাল রয়েছে। চাকরির কয়েকটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আবেদন জমা পড়ে হাজার হাজার। এর মধ্যেই উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী (Asha workers recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন (Application) করা যাবে। আবেদনকারীকে অবশ্যই বিবাহিত, বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্না হতে হবে এবং প্রয়োজনীয় শংসাপত্রও থাকতে হবে।
সব মিলিয়ে মোট ১৮ টি শূন্যপদে নিয়োগটি (Asha workers recruitment) করা হবে । রায়গঞ্জ ব্লকে ৮টি, কালিয়াগঞ্জ ব্লকে ২টি, হেমতাবাদ ব্লকে ৫টি, ইটাহার ব্লকে ৩টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন প্রায় ২৯ হাজার
এই পদে আবেদনের জন্য কী কী করতে হবে, তা দেখে নেওয়া যাক:
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই পদের (Asha workers recruitment) জন্য আবেদন করা যাবে। তার বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি প্রার্থীদের সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড়।
আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড (application download) করে তা পূরণ করে প্রয়োজনীয় নথি সহ সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে।
ডকুমেন্টস: ১) জন্ম তারিখের শংসাপত্র, ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ৪) জাতির শংসাপত্র ৫) স্বনির্ভর গোষ্ঠীর পরিচয়পত্র, ৬) ২ কপি পাসপোর্ট ছবি।