এসএসসি গ্রুপ সি (SSC Group C) নিয়োগে দুর্নীতি মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল বাগ কমিটি। ওই রিপোর্টে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট এগারোজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। এমনকি চারজনের বিরুদ্ধে প্রয়োজনে করা যাবে এফআইআর। ছ’ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করে বাগ কমিটি।
শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি আর কে বাগের কমিটি গ্রুপ সি নিয়োগের দুর্নীতি(SSC Group C Corruption)) সংক্রান্ত রিপোর্ট জমা দেয়।
আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান, মোট ৩৮১ জনকে প্যানেলের মেয়াদ শেষের পরেও বেআইনিভাবে নিয়োগ(Unethical Recruitment) করা হয়েছে। নম্বর বাড়িয়ে এবং ওএমআর শিটে গন্ডগোল করে নিয়োগ করা হয় তাঁদের। এমনকি ৩৮১ জনের মধ্যে ২২২ জন পরীক্ষাতেই বসেননি। বাকিরা বসলেও পাশ করেননি। উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ নিয়োগের সুপারিশ করেন। এর জন্য ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- IPPB recruitment 2022 : IPPB ব্যাঙ্কে ৬৫০ গ্রামীণ ডাক সেবক নিয়োগ, আবেদনের শেষ তারিখ জেনে নিন...
এখানেই শেষ নয়, স্কুল সার্ভিস কমিশনের(WBSSC) প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার, স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) সচিব অশোককুমার সাহা, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কমিশনের আঞ্চলিক চেয়ারম্যান শর্মিলা মিত্র, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন, মহুয়া বিশ্বাস, চৈতালি ভট্টাচার্য এবং বোর্ডের টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েকের নাম দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার জন্য বাগ রিপোর্টে(RK Bag Report) উল্লেখ করা হয়।