Bank of Baroda Recruitment 2022: ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কর্পোরেট ও ক্রেডিট ডিপার্টমেন্টে স্পেশালিস্ট অফিসার, রিলেশনশিপ ম্যানেজার, কর্পোরেট এবং ইনস্টিটিউট ক্রেডিট পদে নিয়োগ করা হবে।
রিলেশনশিপ ম্যানেজার এবং কর্পোরেট ও ক্রেডিট ডিপার্টমেন্টে স্পেশালিস্ট অফিসার পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ ফাইনান্স স্পেশালাইজেশনের ১ বছরের ডিপ্লোমা কোর্স আবশ্য়িক। ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ ফাইনান্স স্পেশালাইজেশনে ডিপ্লোমা বা সিএ/সিএমএ/সিএস/সিএফএ ইত্যাদি ডিগ্রি থাকতে হবে।কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট পদের প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক এবং সিএ ডিগ্রি থাকতে হবে।
রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট ক্রেডিটে সেলস বা রিলেশনশিপ ম্যানেজমেন্টে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কর্পোরেট ও ইনস্টিটিউট ক্রেডিট পদের জন্য পাবলিক/প্রাইভেট/বিদেশি ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট ক্রেডিটে সেলস বা রিলেশনশিপ ম্যানেজমেন্ট হিসেবে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য ব্যাঙ্কে ৫ বছরের কাজের অভিজ্ঞতা সহ ৪ বছরের পাবলিক/প্রাইভেট/বিদেশি ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানে ক্রেডিট অ্যাপ্রাইজাল/প্রসেসিং/অপারেশনে এক্সপোজার হিসেবে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ অপশনে ‘Recruitment of Specialist Officers for Corporate & Institutional Credit Dept. on Regular basis’ লেখাটির লিঙ্কে ক্লিক করতে হবে।প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টের সফট কপি সহ আবেদন করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে। পূরণ করা আবেদনপত্রের কপি প্রিন্ট করিয়ে নেবেন। মোট শূন্যপদের সংখ্যা ৩২৫।
Railway Recruitment 2022:ভারতীয় রেলে একাধিক শূন্য পদে নিয়োগ
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলাদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সাধারণ, ওবিসি সহ অন্যদের ক্ষেত্রে এই ফি ৬০০ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ১২ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।