ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পিও পদে কর্মী নিয়োগের (Bank of India PO Recruitment 2023) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম
ক্রেডিট অফিসার এবং আইটি অফিসার
শূন্য পদ
৩৫০ জন ক্রেডিট অফিসার এবং ১৫০ জন আইটি অফিসার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
ক্রেডিট অফিসার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে। আইটি অফিসারের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইত্যাদি বিষয় ডিগ্রি থাকতে হবে।
বয়স
উভয় প্রার্থীর ক্ষেত্রেই বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
বেতন
প্রতি মাসে ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা। সর্বাধিক বেতন ৬৩ হাজার ৮৪০ টাকা।
আরও পড়ুন- শহর কলকাতায় মেডিকেল অফিসার নিয়োগ, একাধিক শূন্যপদে আবেদনের সুযোগ
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে ibpsonline.ibps.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন ফি
জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৮৫০ টাকা। তফশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।