বাঁকুড়া জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । অষ্টম শ্রেণি পাশেই মিলবে চাকরির সুযোগ । আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই । ২৪ জুন আবেদনের শেষ তারিখ । আবেদন পদ্ধতি, বেতন থেকে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জেনে নিন ।
পদের নাম
আপার ডিভিশন ক্লার্ক ,লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি
শূন্য়পদ
৮৭
শিক্ষাগত যোগ্যতা
আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে । স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে ।
লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে ।
গ্রুপ ডি-র ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে ।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
মাসিক বেতন
আপার ডিভিশন ক্লার্কের বেতন - ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা
লোয়ার ডিভিশন ক্লার্কের বেতন - ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা
গ্রুপ ডি-র বেতন - ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা । আবেদন জানানোর জন্য bankura.dcourts.gov.in-এ ওয়েবসাইটে যান । সেখানে আবেদনপত্রে সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে ।