চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের সুযোগ এবার উত্তর ২৪ পরগনার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে। ইতিমধ্যেই বসিরহাট স্বাস্থ্য জেলায় একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পদের নাম
ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান ও মাল্টি-রিহ্যাবিলিটেশন ওয়ার্কার-সহ একাধিক পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
২৫টি
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কয়েকটি পদে দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। আবার কয়েকটি পোস্টের জন্য থাকতে হবে চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ডিগ্রি। আবার কিছুক্ষেত্রে ডিপ্লোমার শংসাপত্র থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ থেকে ৬৭ বছরের মধ্যে।
বেতন
এই পদগুলির জন্য সর্বনিম্ন বেতন ১৩ হাজার টাকা। এরপর পদ অনুযায়ী, ৩২ হাজার এবং ৬০ হাজার টাকা মাসিক বেতন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন - অগ্নিবীর বায়ুসেনার নিয়োগের বিজ্ঞপ্তি, সর্বাধিক বেতন ২১ হাজার টাকা
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের ফি ৫০ টাকা রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই পদের জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।