কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত কোকিং কোল লিমিটেড বা বিসিসিএল (BCCL Recruitment 2023) । ৬ মাসের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে । অবশ্য, পারফরম্যান্সের উপর নির্ভর করে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংস্থা । ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । ২১ জুলাই আবেদনের শেষ তারিখ । শূন্যপদ থেকে বেতন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন...
শূন্য়পদ- ১ টি । সিনিয়র অ্য়াডভাইসর (টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগ করা হবে
যোগ্যতা-আবেদনকারীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি, বিই বা বিটেক পাশ হতে হবে এবং ফার্স্ট ক্লাস মাইনস ম্য়ানেজার সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে
বয়সসীমা- আবেদন জানানোর ক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা ৬৫ বছর
বেতন- প্রায় দেড় লাখ টাকা বেতন দেওয়া হবে
আরও পড়ুন, AI Anchor: খবর পড়বেন AI অ্যাঙ্কর লিসা, সাক্ষী থাকবেন ওড়িশার দর্শকেরা
আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা CIL/BCCL ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন । তারপর তা পূরণ করে অনলাইনে gmee.bccl@coalindia.in -তে পাঠাতে পারেন । কিংবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারেন ধানবাদের অফিসে । ঠিকানা হল, বিসিসিএল, কয়লা ভবন, ধানবাদ- ৮২৬০০৫ ।