শিক্ষকতা করতে চান, অথচ, সুযোগ আসেনি তেমনভাবে এতদিন? রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের সামনে এবার সুবর্ণ সুযোগ! ১ বছরের চুক্তির ভিত্তিতে অতিথি শিক্ষক (Guest teacher recruitment) নিয়োগ করা হবে রাজ্যের জেলায়। বাংলা ভাষার শিক্ষক (Guest teacher recruitment) হিসেবে নিয়োগ করা হবে তাঁদের। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশের সঙ্গে সঙ্গে বি.এড পাশ করা বাধ্যতামূলক। শিক্ষক হিসেবে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুন: ৪০০-এর বেশি নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টিল অথরিটি অব ইন্ডিয়া
বয়স: আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে
বেতন: মাসিক ১২ হাজার টাকা
আবেদন পদ্ধতি: অফিশিয়াল ওয়েবসাইটে (Official website) গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করার পর দরকারি নথিপত্র সহ তা স্পিড পোস্ট করে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: To, The P.O Cum DWO, BCW & TD, Administrative Building, 2nd Floor, Room No- 301, Suri, Birbhum- 731101
দরকারি নথিপত্র: ১) বায়োডাটা ও ২ কপি পাসপোর্ট সাইজ ফটো, ২) আধার অথবা ভোটার কার্ড, ৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ৪) কাস্ট সার্টিফিকেট, ৫) অভিজ্ঞতার সার্টিফিকেট