একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ভারত পেট্রোলিয়াম। গ্র্যাজুয়েট অ্য়াপ্রেন্টিস ও টেকনিশিয়ান নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ৪ সেপ্টেম্বর।
মোট ১৩৮টি পদে কর্মী নিয়োগ করবে ভারত পেট্রোলিয়াম। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ৭৭ জন নিয়োগ করা হবে। টেকনিশিয়ান নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৬১ জনকে নিয়োগ করা হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ফুল টাইম কোর্সে ফাস্ট ক্লাস থাকা প্রয়োজন। নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর পেয়ে ফাস্ট ক্লাস ডিপ্লোমা থাকা প্রয়োজন।
প্রার্থীদের বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে
ভারত পেট্রোলিয়ামে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা করতে হবে।
মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে বেতন হবে ২৫ হাজার টাকা। নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে যোগ্য প্রার্থীদের বেতন হবে ১৮ হাজার টাকা।