রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন এন্ড জিও ইনফরম্যাটিক্স সংস্থায় চাকরির সুযোগ।
পদের নাম
আইটি এক্সিকিউটিভ
শূন্যপদ
৫৪টি
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা আইটিতে স্নাতক পাস করতে হবে।
মাসিক বেতন
মাসিক বেতন ৩০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের বায়োডাঁটা তৈরি করে ইমেইল এড্রেসের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন - SAIL-এ কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি, ন্যূনতম বেতন ৩৮,৯২০ টাকা
মেইল আইডি
hello@ethosgroup.biz
আবেদনের শেষ তারিখ
১২ জানুয়ারি ২০২৪।