রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের সুযোগ রয়েছে রাজ্য সরকারের জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে।
পদের নাম
ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ
৫টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। একই সঙ্গে প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনও সার্টিফিকেট কোর্স করতে হবে।
বেতন
এই পদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৩ হাজার টাকা।
বয়সসীমা
এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে জেলা দফতরের অফিসিয়াল ওয়েবসাইট alipurduar.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলআপ করে প্রয়োজনীয় নথি-সহ মুখবন্ধ খামে করে জমা দিতে হবে।
কোন ঠিকানায় জমা দিতে হবে?
Office of the District Magistrate & District Collector, Alipurduar, Doors Kanya, Ground Floor, PO- Alipurduar Court, Dist- Alipurduar, Pin- 736122
কোথায় নিয়োগ করা হবে?
যোগ্যপ্রার্থীদের আলিপুরদুয়ার জেলার ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত বিভিন্ন B.L.&L.R.O., S.D.L.&L.R.O., D.L.&L.R.O. অফিসে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ
এই পদে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।