২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ জানাল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। ২০২৩ সালের ৩০ এপ্রিল অর্থাৎ রবিবার জয়েন্ট পরীক্ষা হবে।
বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, 'আগামী বছরের ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য জয়েন্ট পরীক্ষা হবে।' তবে অনলাইনে কবে থেকে আবেদন করা যাবে সে বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।
তবে বিশদ জানতে পরীক্ষার্থীদের www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে৷ ২০২২ সালে জয়েন্ট পরীক্ষা হয়েছিল ২৪ শে এপ্রিল, মোট ২০০ নম্বরে নেওয়া হয়েছিল পরীক্ষা।