নতুন বছরের আগেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বোস ইনস্টিটিউটে (Bose Institute) প্রফেসর, অ্যাসোসিইয়েট ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের ( Recruitment 2022) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শূন্য পদ
১২ শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিন জন প্রফেসর, ছ'জন অ্যাসোসিয়েট প্রফেসর ও তিনজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।
নিয়োগ স্থল
১২টি শূন্য পদের জন্যই নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কলকাতাতে।
শিক্ষাগত যোগ্যতা
এই শূন্য পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী পাশ করতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর পদে সর্বোচ্চ বয়স ৪০ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৩৮ বছর।
আবেদনের তারিখ
গত ২১ ডিসেম্বর থেকে শুরু করা হয়েছে আবেদন প্রক্রিয়া আগামী ১৬ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- রাজ্য সরকারের দফতরে কর্মী নিয়োগ, বেতন ৫৬ হাজার
আবেদন পদ্ধতি
এই পদে অনলাইনে আবেদন করতে হবে। কোনও রকম ফি লাগবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।