BSF recruitment 2022: হাজারের বেশি লোক নেওয়া হবে বিএসএফে, বেতন ৮১ হাজার টাকার বেশি

Updated : Sep 19, 2022 14:52
|
Editorji News Desk

দেশজুড়েই চাকরির আকাল। সেই আকাল পশ্চিমবঙ্গেও। লক্ষ-লক্ষ যুবক-যুবতী বেকারত্বের জ্বালায় কাটাচ্ছে দিন। তার মধ্যেই কয়েকটি চাকরির খবর আসে মন ভাল করা। পদের সংখ্যা যতগুলিই হোক, একটি চাকরির খবর মানে সমাজের শিক্ষিতশ্রেণীর কাছে একটু আশা।

এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী। হেড কনস্টেবল (আরও) এবং হেড কনস্টেবল (আরএম) পদে নিয়োগ করা হবে। হেড কনস্টেবল (আরও) পদে ৯৮২ টি এবং হেড কনস্টেবল (আরএম) পদে ৩৩০টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। আবেদন কীভাবে করবেন, শিক্ষাগত যোগ্যতাই বা কী এক নজরে দেখে নেওয়া যাক।

বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন: সব পদের ক্ষেত্রেই ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। এছাড়াও রেডিও ও টেলিভিশন অথবা ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়ার পদে কর্মী আইটিআই কোর্স করে থাকতে হবে।

আবেদন ফি: ১০০ টাকা। সংরক্ষিত ও মহিলাদের জন্য কোনও ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, ডিটেকশন টেস্ট ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

BSF2022Recruitment

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি