বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হেড কনস্টেবল ও স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। বিএসএফের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে মোট ৩২৩টি পদে কর্মীনিয়োগ করা হবে। ৮ অগাস্ট থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, ২০২২। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।
পদ
হেড কনস্টেবল ও স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে
বেতন
হেড কনস্টেবল: ২৫৫০০- ৮১১০০
স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর: ২৯২০০- ৯২৩০০
শূন্যপদ
হেড কনস্টেবল- ৩১২টি
স্টেনো সাব ইন্সপেক্টর- ১১টি
আবেদনের শেষ দিন
৮ অগাস্ট থেকে শুরু হয়েছে আবেদন জমা। ৬ সেপ্টেম্বর আবেদন গ্রহণের শেষ দিন।
কীভাবে আবেদন
বিএসএফের সরকারি ওয়েবসাইট rectt.bsf.gov.in -এ গিয়ে অনলাইনে এই আবেদন করতে হবে
আবেদন ফি
সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফি ১০০ টাকা। সংরক্ষিতদের জন্য আবেদন মূল্য লাগবে না
শিক্ষাগত যোগ্যতা
হেড কনস্টেবল পদের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ
স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদের জন্যও উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। শর্টহ্যান্ড ও টাইপ করাও জানতে হবে
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, নথি, শরীরের গঠন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ হবে