চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সময় নষ্ট না করে এখনই আবেদন করুন।
BU Professor Recruitment 2022: শূন্যপদ-
মোট ৫১টি শূন্যপদে আবেদন করা যাবে। সহকারী-সহযোগী অধ্যাপক সহ একাধিক পদে আবেদনের সুযোগ রয়েছে।
BU Professor Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
অধ্যাপক পদে আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি সহ ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক। অন্যদিকে, সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তরে ৫৫% নম্বর এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সহকারী অধ্যাপক পদেও একই যোগ্যতা লাগবে।
BU Professor Recruitment 2022: বয়স-
প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের জন্য বয়সের নির্দিষ্ট ছাড় রয়েছে।
BU Professor Recruitment 2022: আবেদন পদ্ধতি-
আবেদন প্রক্রিয়া চলবে সম্পূর্ণ অফলাইনে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ফর্মের হার্ড কপি পূরণ করে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। সেই সঙ্গে পাঠাতে হবে- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়স, ঠিকানার প্রমাণপত্র, পরিচয়পত্র, জাতি শংসাপত্র এবং কাজের বিস্তারিত তথ্য বা সিভি। সমস্তকিছুর স্বপ্রত্যয়িত নকল পাঠাতে হবে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায়।
BU Professor Recruitment 2022: আবেদন মূল্য-
সাধারণের জন্য আবেদন মূল্য ১৫০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা।
BU Professor Recruitment 2022: সময়সীমা-
ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।