গ্রুপ-ডি(Group D) মামলায় নয়া মোড়। ডিভিশন বেঞ্চের তৈরি করা কমিটি ভেঙে দিল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) একক বেঞ্চ। আবার সিবিআই(CBI) তদন্তের নির্দেশ আদালতের।
সোমবার গ্রুপ-ডি(Group D) মামলায় ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। এর পাশাপাশি, তদন্ত কমিটি ভেঙ্গে দেওয়ার কথাও জানায় আদালত। শুধু তাই নয়, চার সপ্তাহের মধ্যে সিবিআইকে(CBI) এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।
বুধবার সকাল ১০টার মধ্যেই তদন্ত কমিটির চেয়ারপার্সনের থেকে সমস্ত নথি উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে(CBI)। ওই সময়পর্বে সিবিআই(CBI) আধিকারিক ছাড়া কাউকেই যাতে অফিসে প্রবেশ করতে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে(Central Force)। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 'মামলাকারীরা যত দ্রুত সম্ভব, সিবিআইয়ের(CBI) সঙ্গে যোগাযোগ করুন।'
উল্লেখ্য, মোট ৫৭৩ জন গ্রুপ-ডি(Group D) কর্মীর চাকরি বাতিল মামলায় রাজ্যের আবেদন গ্রহণ করেছিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের(Harish Tandon) ডিভিশন বেঞ্চ। নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার অনুসন্ধানে আরও চার মাস সময় চেয়েছিল কমিটি। তাতেও সম্মতি দেয় ডিভিশন বেঞ্চ। কিন্তু সোমবার সেই কমিটি ভেঙে আবার সিবিআই(CBI) দিয়ে গ্রুপ-ডি(Group D) মামলার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।