রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার কলকাতা হাই কোর্টের পক্ষ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী আবেদনকারীরা একাধিক পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা, কী কী হবে জেনে নিন।
পদ
স্টেনোগ্রাফার, গ্রেড সি
শূন্যপদ
মোট শূন্যপদ ২৫টি।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও সরকারি স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। তবেই এই পদের জন্য আবেদন করা যাবে। প্রার্থীদের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং জানতে হবে।
বেতন
এই পদের জন্য ন্যূনতম বেতন ২৮,৯০০ টাকা। সর্বাধিক বেতন ৭৪,৫০০ টাকা।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ১ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, একটি আবেদনপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা করতে হবে।
আবেদন ফি
এই পদে আবেদনের জন্য ৮০০ টাকা আবেদন ফি দিতে হবে। তফশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।
আবেদনের শেষ দিন
আবেদনের শেষ দিন ১৫ মার্চ, ২০২৪