কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে।
পদের নাম: বিএসএফ, সিআরপিএফ, আইটিবিও, এসএসবি, সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার (সেকেন্ড ইন কমান্ড), স্পেশালিস্ট মেডিকেল অফিসার (ডেপুটি কমান্ড্যান্ট) এবং মেডিক্যাল অফিসার (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট) নিয়োগ করা হবে।
শূন্যপদ: ৩৪৫ টি
বয়স : বয়স হতে হবে ৩০ থেকে ৫০ এর মধ্যে
আবেদন শুরুর দিন : ১৬ অক্টোবর
আবেদনের শেষ দিন: ১৪ নভেম্বর
কি ভাবে আবেদন করবেন প্রার্থীরা?
আবেদন করতে, প্রার্থীকে প্রথমে অফিসিয়াল সাইট recruitment.itbpolice.nic.in-এ যেতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে। প্রার্থীদের মনে রাখতে হবে যে তাদের শেষ তারিখের আগে আবেদন করতে হবে। শেষ তারিখের পর তারা আর আবেদন করার সুযোগ পাবেন না।