কর্মী নিয়োগ করছে সেন্ট্রাল বুরো ইনভেস্টিগেশন। পেয়ারভি অফিসার নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা। এই পদে ৪ জনকে নিয়োগ করা হবে।
পদ
পেয়ারভি অফিসার পদে নিয়োগ করা হবে। সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে তথ্য, নথি জমা দিতে হবে।
কোথায় নিয়োগ
মুম্বই অফিসে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই কেন্দ্রের অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বা কর্মী হতে পারে। অবসর নেওয়ার ৪ বছর পার করতে হবে। অপরাধমূলক মামলায় ৩ বছরের তদন্তের অভিজ্ঞতাও থাকতে হবে।
কীভাবে আবেদন
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নথি পাঠাতে হবে মুম্বইয়ের অফিসে।
ঠিকানা
CBI, সেন্ট্রাল বুরো অফ ইনভেস্টিগেশন, ১০তম তলা, প্লট
নম্বর সি ৩৫-এ, জি ব্লক বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, মুম্বই, ৪০০০৯৮।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদনের শেষ দিন ৪ মে, ২০২৪।