কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরে চাকরির সুযোগ। উচ্চমাধ্যমিক পাশেই স্টেনোগ্রাফার নিয়োগ করবে কেন্দ্র। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকেই আবেদনের সুযোগ মিলবে বলেই খবর।
Education Department Recruitment 2023: শূন্যপদ-
২০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Education Department Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
দ্বাদশ শ্রেনী পাশেই আবেদন করা যাবে। পাশাপাশি, লাগবে স্টেনোগ্রাফি পাশের সার্টিফিকেট।
Education Department Recruitment 2023: বেতন-
প্রতিমাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
Education Department Recruitment 2023: বয়সসীমা-
১৮ থেকে ২৭ বছরের প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
Education Department Recruitment 2023: আবেদন পদ্ধতি-
আবেদনকারীরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
Education Department Recruitment 2023: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে ৭০০ টাকা।
Education Department Recruitment 2023: নিয়োগ পদ্ধতি-
সম্পূর্ণ কম্পিউটার-বেসড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Education Department Recruitment 2023: শেষ তারিখ-
২৬ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে বলেই খবর।