১১৩০ জন CISF জওয়ান নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য-
পদের নাম-
কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ-
মোট শূন্যপদের সংখ্যা ১১৩০টি
কীভাবে আবেদন করা যাবে?
অনলাইনের মাধ্যমে আবেদন করা সম্ভব। www.cisf.gov.in-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
কবে থেকে আবেদন?
৩১ অগাস্ট থেকে আবেদন গ্রহণের কাজ শুরু হবে। শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৪।
কীভাবে নিয়োগ?
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল টেস্টের পরেই নিয়োগপত্র হাতে পাবেন।
আবেদন ফি-
ওই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন ফি রাখা হয়েছে ১০০০ টাকা। তবে তপশিলি জাতি এবং উপজাতি, এবং প্রাক্তন সমরকর্মীর জন্য কোনও আবেদন ফি লাগবে না।
বয়সসীমা-
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতির জন্য ৫ বছরের ছাড় রয়েছে। এবং প্রাক্তন সমরকর্মীর জন্য ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
বেতন কত?
যাঁদের নিয়োগ করা হবে তাঁদের বেতন হবে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকার মধ্যে। পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।