CISF Job: CISF এ চাকরির সুযোগ, মিলবে মোটা টাকা বেতন

Updated : Aug 23, 2024 06:13
|
Editorji News Desk

১১৩০ জন CISF জওয়ান নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য-

পদের নাম-
কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে। 

মোট শূন্যপদ-
মোট শূন্যপদের সংখ্যা ১১৩০টি

কীভাবে আবেদন করা যাবে? 
অনলাইনের মাধ্যমে আবেদন করা সম্ভব। www.cisf.gov.in-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। 

কবে থেকে আবেদন?
৩১ অগাস্ট থেকে আবেদন গ্রহণের কাজ শুরু হবে। শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৪। 

কীভাবে নিয়োগ? 
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল টেস্টের পরেই নিয়োগপত্র হাতে পাবেন। 

আবেদন ফি-
ওই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন ফি রাখা হয়েছে ১০০০ টাকা। তবে তপশিলি জাতি এবং উপজাতি, এবং প্রাক্তন সমরকর্মীর জন্য কোনও আবেদন ফি লাগবে না। 

বয়সসীমা-
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতির জন্য ৫ বছরের ছাড় রয়েছে। এবং প্রাক্তন সমরকর্মীর জন্য ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। 

 বেতন কত?
যাঁদের নিয়োগ করা হবে তাঁদের বেতন হবে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকার মধ্যে। পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

CISF

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি