সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF-এ হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, বিশদে জেনে নিন।
পদ
হেড কনস্টেবল
শূন্যপদ
মোট ২১৫টি পদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ।
শিক্ষাগত যোগ্যতা
সিআইএসএফ পদের জন্য উচ্চমাধ্যমিক পাস করলেই চলবে। তবে আগ্রহী প্রার্থীকে রাজ্য, দেশ বা আন্তর্জাতিক ক্ষেত্রে খেলায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বাধিক বয়স হতে হবে ২৩ বছর।
কীভাবে নিয়োগ
ট্রায়াল টেস্ট, প্রধান পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে প্রার্থীদের। প্রয়োজনীয় নথি ও মেডিকেল পরীক্ষাতেও পাশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন মোডে ইন্টারভিউয়ের চিঠি বা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।
আবেদন ফি
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি লাগবে। মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ দিন
সোমবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। চলবে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।