হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগ করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF Recruitment 2022) । স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে । নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ আবেদন করতে পারেন । আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য
শূন্যপদ - ২৪৯টি
যোগ্যতা- আগ্রহী প্রার্থীকে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ ক্লাস পাশ করতে হবে । সেইসঙ্গে রাজ্য বা জাতীয় বা আন্তর্জাতিক স্তরের খেলাধুলায় অংশগ্রহণকারী হতে হবে ।
বয়সসীমা - হেড কনস্টেবল পদের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে ।
বেতন কাঠামো- নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী টাকা দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের । পে লেভেল-৪-এর আওতায় দেওয়া হবে বেতন । হেড কনস্টেবল পদের জন্য বেতন কাঠামো প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত ।
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে আবেদনকারী প্রার্থীদের রোল নম্বর ও প্রবেশপত্র নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দেওয়া হবে । প্রার্থীদের শারীরিক পরীক্ষা, ডকুমেন্টেশন, ট্রায়াল নেওয়া হবে । এরপর বাছাই করা প্রার্থীদের নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি হবে । সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়া হবে । এই সংক্রান্ত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি CISF-এর অফিশিয়াল ওয়েবসাইটে সময়মতো দিয়ে দেওয়া হবে । বিস্তারিত জানতে চোখ রাখুন CISF-এর অফিশিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ ।