কন্ট্র্যাকচুয়াল স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে। এই নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। কলকাতা শহরে হবে কাজের লোকেশন। মোট ৩টি খালি পদের জন্য নিয়োগ করা হবে। ২টি পদে কন্ট্র্যাকচুয়াল স্পেশালিস্ট (অ্য়ানাস্থেসিয়োলজি) ও একটি পদে কন্ট্র্যাকচুয়াল স্পেশালিস্ট (প্যাথোলজি)। এই দুই পদে আবেদনের জন্যই সংশ্লিষ্ট পদগুলিতে স্নাতকোত্তর হতে হবে।
২০০ টাকা আবেদন ফি। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। ইন্টারভিউ হবে হাজরাতে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ক্যাম্পাসে। ইন্টারভিউ হবে আগামী ২৬ এপ্রিল। এই পদগুলির জন্য বেতন মাসিক ১ লক্ষ ৫০ হাজার টাকা।