চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউট (CNCI Recruitment 2023)। কর্মী নিয়োগ করা হবে জুনিয়র ফিজিওথেরাপিস্ট (JR Physiotherapist) পদে। রাজ্যের যে কোন জেলার প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
জুনিয়র ফিজিওথেরাপিস্ট
শূন্যপদ
১টি
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ডিগ্রী পাস করতে হবে। একই সঙ্গে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।
বেতন
প্রতি মাসে বেতন ৩৫ হাজার ৪০০ টাকা।
আবেদন পদ্ধতি
অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটি পূরণ করে ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের নথিপত্র নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে।
ওয়েবসাইট
https://www.cnci.ac.in/
আবেদন ফি
২০০ টাকা। যা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে জমা করতে হবে।
আরও পড়ুন- বিধাননগর মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৪ হাজার টাকা
ইন্টারভিউয়ের স্থান
2nd Campus of Chittaranjan National Cancer Institude, street no 299, plot no DJ-, Premises no-02-0321, Action Area-D, New Town, Rajarhat, Kolkata-700160
ইন্টারভিউয়ের তারিখ
২ ফেব্রুয়ারি ২০২৩ সকাল সাড়ে ১১ টা