গোটা দেশেই কর্মসংস্থানের সমস্যা প্রকট। সন্তোষজনক চাকরি নেই যুবসমাজের অধিকাংশ প্রতিনিধির হাতেই। এর মধ্যেই একটি আশার খবর। রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া (Coal India recruitment 2022) বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ম্যানেজমেন্ট ট্রেনি পদে মোট ১ হাজার ৫০ জনকে নিয়োগ করা হবে। এই পদগুলির জন্য আবেদন করা যাবে কোল ইন্ডিয়ার (Coal India official website) অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদনের শেষ তারিখ ২২ জুলাই, ২০২২। মাইনিং ইঞ্জিনিয়ারদের জন্য ৬৯৯'টি, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ১৬০'টি, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের জন্য ১২৮'টি এবং সিস্টেম ও ইডিপির ৬৭'টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: আগের নির্বাচন অবৈধ, মেডিকেল কাউন্সিলে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের
বি-টেক অথবা বি.ই-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে তবেই এই পদগুলিতে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। ২০২২ সালের 'গেট'-এ বৈধ স্কোর থাকতে হবে। গেট-এ প্রাপ্য নম্বরের ভিত্তিতেই প্রস্তুত করা হবে চূড়ান্ত মেধাতালিকা।
পদগুলিতে আবেদনের জন্য ২০২২ এর ৩১ মে-র মধ্য়ে সংশ্লিষ্ট প্রার্থীর বয়স ৩০ বছর হতে হবে।
এই পদের জন্য মাসিক বেতন ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত হবে। ট্রেনি হিসেবে বেতন ৫০ হাজার টাকা।
আবেদন ফি সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ১ হাজার টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৮০ টাকা।