এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। কর্মস্থল হবে কলকাতায় সংস্থার অফিসে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম
টেকনিক্যাল সেক্রেটারিয়েটে অ্যাডভাইজার
শূন্যপদ
বয়স ৬৫ বছরের কম বয়স হলেই আবেদন করা যাবে।
চাকরির মেয়াদ
চাকরির মেয়াদ ১ বছর।
বেতন
মাসিক বেতন ১ লক্ষ ৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের মাইনিংয়ে বিটেক-সহ মাইনিং কম্পিটেন্সির ফার্স্ট ক্লাস সার্টিফিকেট থাকতে হবে। একইসঙ্গে অবসরগ্রহণের আগে শেষ ১৫ বছর চাকরির মধ্যে ১০ বছরের বেশি সময় সেক্রেটারিয়েটে বোর্ড লেভেল অ্যাপয়েন্টি হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের জন্য ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করে সমস্ত নথি-সহ ডাক বা মেলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।