চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের সুযোগ নিউ টাউনের কোল ইন্ডিয়ার অফিস। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক।
পদের নাম
অ্যাডভাইজার
শূন্যপদ
১টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে।
আরও পড়ুন - কর্মী নিয়োগ করবে CBI, আবেদনের শেষ দিন ৪ মে
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
বেতন
এই পদের মাসিক বেতন ৬০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
www.coalindia.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
কোল ভবন, চার নম্বর কমপ্লেক্স, প্লট নম্বর AF - 3, অ্যাকশন এরিয়া -1A, নিউটাউন, রাজারহাট, কলকাতা ৭০০০১৫৬।