মন্দার বাজারে চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যের এগ্রিকালচার বিভাগে চলছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা। একাধিক পদে চলছে নিয়োগ।
পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট, একটিই শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Field of Agriculture/ Horticulture/ Animal Husbandry বিষয়ে স্নাতক হতে হবে, দু'বছরের অভিজ্ঞতা লাগবে৷
বেতন: ২৫,০০০/- টাকা।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে, কম্পিউটার জানা আবশ্যক।
বেতন: সাড়ে ৭ হাজার টাকা৷
আবেদনের শেষ তারিখ- ৩০ মার্চ, ২০২৩
আবেদন পদ্ধতি: নীচের লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সাইটে৷ https://puruliawb.in/wcdc/prl/application/
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।।