সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। সায়েন্টিফিক অ্যাসিসটেন্ট পদে নিয়োগ করা হবে বলেই খবর। দেশের যে কোনও প্রান্ত থেকেই এই পদে আবেদনের সুযোগ রয়েছে।
CPRI Recruitment 2023: শূন্যপদ-
১৭টি পদে নিয়োগ হবে বলেই জানানো হয়েছে।
CPRI Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
রসায়ন বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
CPRI Recruitment 2023: বেতন-
মাসিক বেতন হিসেবে মিলবে ৩৫, ৪০০ টাকা।
CPRI Recruitment 2023: বয়স-
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
CPRI Recruitment 2023: আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীরা বাড়ি বসেই আবেদন করতে পারবেন। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইন্সটিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
CPRI Recruitment 2023: আবেদন ফি-
আবেদনের ফি হিসেবে লাগবে ১ হাজার টাকা।
CPRI Recruitment 2023: শেষ তারিখ-
আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল।