কনস্টেবল পদের জন্য কর্মী নিয়োগ করবে CRPF। এই পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব়্যালির আয়োজন করা হয়েছে। ছত্তিশগড় পুলিশের অধীনে মোট ৪০০ প্রার্থী নিয়োগ করা হবে।
কনস্টেবল পদে নিয়োগ করা হবে
আবেদনকারী প্রার্থীকে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, ST প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।
এই পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাস করতে হবে। পাশাপাশি প্রার্থীদের গোদি হালবি লেখা ও বলার দক্ষতাও থাকতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।
ছত্তিশগড়ের বেশ কয়েকটি জেলায় নিয়োগ করবে CRPF
বিজাপুর- ১২৮টি
দান্তেওয়াড়া-১৪৪টি
সুকমা- ১২৮টি
এই পদে সর্বনিম্ন বেতন হবে ২১,৭০০ টাকা। সর্বাধিক বেতন হবে ৬৯,১০০ টাকা।
১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব়্যালি চলবে। সেখানেই প্রার্থী বাছাই হবে।