সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF Recruitment 2023) কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, হেড কনস্টেবল ও অ্য়াসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ
মোট ১৪৫৮টি পদে কর্মী নিয়োগ করবে CRPF। ১৪৩টি পদ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ১৩১৫টি হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ দিন
CRPF-এ কর্মী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের সিবিটি পরীক্ষা দিতে হবে। আগামী ২২-২৮ ফেব্রুয়ারি এই পরীক্ষা হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন ফি
শূন্যপদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণি ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
আরও পড়ুন: অন্য ছবি! মেয়ে শাঁখ বাজাচ্ছে, কোলে ছেলে, বাগদেবীর আরাধনায় অভিষেক বন্দোপাধ্যায়
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার ভিত্তিক স্কিল টেস্ট, পিএসটি, ডকুমেন্ট, ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হবে।