অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (Sub Inspector) এবং হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বা CRPF । সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি (Job) করা হয়েছে । সেখানে শূন্যপদ, যোগ্যতা থেকে বেতন সব বিস্তারিত দেওয়া রয়েছে । ৫ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । ২৫ জানুয়ারি আবেদনের শেষ তারিখ ।
১৪৫৮টি আসনে নিয়োগ হবে
অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো)-১৪৩টি
হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- ১৩১৫টি
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে ।
আরও পড়ুন, Health Department recruitment 2023: রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ, জানুন বিশদে
১৮ থেকে ২৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন । সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় থাকছে ।
সহকারী সাব ইন্সপেক্টর (স্টেনো) পদে বেতন প্রতি মাসে ৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত ।
হেড কনস্টেবল পদে লেভেল ৪ অনুযায়ী বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা
প্রথমে CRPF-এর অফিশিয়াল ওয়েবসাইট crpf.gov.in- এ গিয়ে রিক্রুমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে । তারপর সেখান থেকে যে পদের জন্য আবেদন করবেন, সেখানে ক্লিক করতে হবে এবং নির্দেশ অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে । অনলাইনে ফি জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে । সব হয়ে গেলে ফর্ম সাবমিট করলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ।