চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় আধা সেনা বা CRPF-এ। তবে পোস্টিং দিল্লিতে। কলকাতার যেকোনও প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য ফিজিওথেরাপিতে মাস্টার্স থাকতে হবে। বিদেশ থেকে এই ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বয়স : প্রার্থীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। আবেদনকারীকে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক চাকরি , প্রথমে ১ বছরের জন্য নিয়োগ করা হবে, পারফরম্যান্সের ভিত্তিতে আরও একবছর বাড়ানো হবে। এই পদে সর্বোচ্চ দুটি পদেই চাকরি করা যাবে।
বেতন : আবেদনকারীরা প্রতি মাসে পারিশ্রমিক পান ৫৫,০০০ টাকা। তবে TA বা DA দেওয়া হবে না।
ইন্টারভিউয়ের দিনক্ষণ: ২৪ জুন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে।
ঠিকানা: ট্রেনিং ডিরেক্টরেট, ইস্ট ব্লক নম্বর – 10, লেভেল সেভেন, আর কে পুরম, নতুন দিল্লি 110066।
সময়: একদম রিপোর্টিং টাইমের মধ্যে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীদের, নতুবা ইন্টারভিউ বাতিল হতে পারে।
আবেদন জমার শেষ দিন: ৭ জুন