এই মুহুর্তে চাকরি যেন সোনার পাথরবাটি। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF- এর স্পোর্টস কোটায় প্রচুর পদে নিয়োগ চলছে। আর্চারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল ইত্যাদি বিভাগে খেলোয়ারদের হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে CRPF।
আগামী ২৭ নভেম্বর ২০২২ আবেদনের শেষ তারিখ। অফলাইনেই আবেদন করতে হবে।
৩২২টি শূন্যপদে চলছে নিয়োগ। আর্চারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বডি বিল্ডিং, বক্সিং, ফুটবল, জিমন্যাস্টিক, হ্যান্ডবল, হকি ইত্যাদি খেলায় যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছেন তারা অগ্রাধিকার পাবেন।
পুরুষদের জন্য খালি ২৫৭ টি পদ, মহিলাদের জন্য ৬৫ টি। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩।
কাজের ভিত্তিতে বেতন মাসিল ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা।
দ্বাদশ বা সমগোত্রীয় পাশ সার্টিফিকেট প্রয়োজন। প্রার্থীদের ম্যাট্রিকুলেশন/মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ করা জন্ম তারিখকেই প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া খেলার যোগ্যতাও যাচাই করে নেওয়া হবে বিভিন্ন শংসাপত্র দেখে৷