এই পোড়া সময়ে একটা ভাল চাকরি সকলেই হন্যে হয়ে খুঁজছেন। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ। ১৬ জানুয়ারি থেকে কর্মী নিয়োগ শুরু হচ্ছে, চলবে ১৫ ফেব্রুয়ারি অবধি।
পদের নাম : কনস্টেবল
মোট শূন্যপদ : ১৬৯ টি
বেতন : ৬৯ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে দশম বা তার সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে।
ব্যয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৩ এর মধ্যে।
আবেদন পদ্ধতি : সিআরপিএফের অফিশিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in এ আবেদন করতে হবে।
আবেদন ফি: সাধারণের জন্য মাত্র ১০০ টাকা ফি লাগবে, সংরক্ষিতদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি : ফিজিক্যাল স্টান্ডার্ড টেস্ট ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে।