রাজ্যজুড়ে একটা সরকারি চাকরির আশায় অপেক্ষা করে থাকেন অজস্র চাকরিপ্রার্থী। দীপাবলির আগেই তাঁদের জন্য খুশির খবর। রাজ্যে ফের সরকারি চাকরির সুযোগ। কন্যাশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তিন বছরের চুক্তিতে ডেটা ম্যানেজার পদে আবেদনের সুযোগ।
Data Manager Recruitment 2022: শূন্যপদ-
মোট ৩ টি পদে নিয়োগ করা হবে।
Data Manager Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে ন্যুনতম একবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Data Manager Recruitment 2022: বয়স-
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে নির্দিষ্ট ছাড় থাকবে।
Data Manager Recruitment 2022: বেতন-
মাসিক ১১ হাজার টাকা বেতন লাভের সুযোগ।
Data Manager Recruitment 2022: আবেদন পদ্ধতি-
অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফলাইনের ক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠাতে হবে।
Data Manager Recruitment 2022: আবেদন জমার ঠিকানা-
To the District Magistrate and Collector, District Project Manager Unit, Kanyashree Prakalpa, New Administrative Building, 3rd Floor, Purba Bardhaman-713101
Data Manager Recruitment 2022: আবেদনের শেষ তারিখ-
এই আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর।
Data Manager Recruitment 2022: নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ- এই তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
Data Manager Recruitment 2022: নিয়োগস্থল-
পূর্ব বর্ধমানের কালনা-১, গলসি-১ ও আউসগ্রাম-১ বি.ডি.ও অফিসে এই নিয়োগ হবে বলেই জানা গিয়েছে।