DHFWS Uttar Dinajpur Recruitment 2022: রাজ্যের একাধিক পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার পর্যন্ত

Updated : Nov 30, 2022 17:25
|
Editorji News Desk

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দিনাজপুরে (Uttar Dinajpur Recruitment 2022) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 


নিয়োগকারী সংস্থা 
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দিনাজপুর


পদের নাম 
মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর, ব্লক ডেটা ম্যানেজার। 

শূন্য পদ 
মোট ৬১টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা 
আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে GNM, BAMS, BHMS, BUMS, B.Sc, Graduation, MPH, M.Sc, MA পাস করতে হবে। নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যাবে।  

বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।


বেতন 
স্টাফ নার্সদের মাসিক বেতন ২৫ হাজার টাকা। 
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টদের মাসিক বেতন ১৩ হাজার টাকা।  
মেডিকেল অফিসারদের মাসিক বেতন ৬০ হাজার টাকা।
কাউন্সেলরদের মাসিক বেতন ২০ হাজার টাকা।
মেডিসিন স্পেশালিস্টদের দৈনিক বেতন ৩ হাজার টাকা।
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ও ব্লক এপিডেমোলজিস্টদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা। 
ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ব্লক ডাটা ম্যানেজারদের মাসিক বেতন ২২ হাজার টাকা। 

আরও পড়ুন- রাজ্যের হ্যান্ডিক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মী নিয়োগ, বেতন ২৪ হাজার


আবেদন ফি 
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি লাগবে ১০০ টাকা। আর সংরক্ষিত প্রার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা। 

আবেদনের তারিখ 
৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 


নির্বাচন পদ্ধতি
যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যপ্রার্থীকে বেছে নেওয়া হবে। 

ইন্টারভিউয়ের স্থান
Office of the Chief Medical Officer of Health & Member Secretary, DH&FWS, Karnojora, Raigani, Dist. Uttar Dinajpur, PIN – 733130

ইন্টারভিউয়ের তারিখ 
২৮ ডিসেম্বর

বিশদে জানা যাবে http://uttardinajpur.gov.in/ ওয়েবসাইটে।

Recruitment NewsGovernment JobWest Bengal

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি