দেশ তথা রাজ্যে কর্মসংস্থানের সমস্যা নিয়ে নাকাল। তার মধ্যেও প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা DRDO এবার কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি (DRDO Recruitment 2022) প্রকাশ করল। খুব শীঘ্রই ডিফেন্স রিসার্চ টেকনিক্যাল ক্যাডরের ১০টি পদ সহ অন্যান্য শূন্যপদেও লোক নেওয়া হবে। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে চাকরিপ্রার্থীরা (DRDO Recruitment 2022) সরকারি ওয়েবসাইট drdo.gov.in-এ গিয়ে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এবং ডাউনলোড করতে পারেন।
কোন কোন পদে নিয়োগ:
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট-বি (এসটিএ-বি) এবং টেকনিশিয়ান-এ (টেক-এ) পদে লোক নেওয়া হবে। DRDO-র পক্ষ থেকে একটি পরীক্ষার আয়োজন করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ (DRDO Recruitment 2022) হলে তবেই আসবে ইন্টারভিউয়ের প্রশ্ন।
আরও পড়ুন: হুবুহু আগেরবারের গ্রুপ, ভারত-পাকের সঙ্গে যোগ দিল হংকং
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট-বি (এসটিএ-বি) এবং টেকনিশিয়ান-এ (টেক-এ) পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা-প্রমাণ দিয়ে আবেদন করা যাবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতায় আবেদনের জন্য:
সিনিয়র টেকনিক্যাল অ্যসিসট্যান্ট পদের জন্য আবেদনকারীদের ন্যূনতম সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিং বা কারিগরীবিদ্যা অথবা কম্পিউটার সায়েন্স অথবা সমগোত্রীয় বিষয়ে ডিপ্লোমা করতে হবে।
টেকনিশিয়ান এ পদের জন্য কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। অথবা, কোনও স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই করার সার্টিফিকেট থাকতে হবে।
বেতন:
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট: ৩৫,৪০০ টাকা থেকে শুরু করে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
টেকনিশিয়ান এ: ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ৬৩,২০০ টাকা পর্যন্ত।