ইস্ট কোস্ট রেলওয়ে-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ডিসিপ্লিনে স্পোর্টসপার্সন পদে নিয়োগ করা হবে।
পদের নাম
স্পোর্টসপার্সন
শূন্যপদ
১৬টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। অথবা সমমানের ডিগ্রি বা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর।
আবেদন পদ্ধতি
ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে, প্রয়োজনীয় নথি-সহ নির্ধারিত সময়সীমার মধ্যে অর্ডিনারি পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট/ স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা
Assistant Personnel Officer (HQ), 2nd Floor, South Block, Rail Sadan, Chandrasekharpur, Bhubaneswar, Odisha – 751017
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা ফি লাগবে। পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। তফশিলি জাতি, উপজাতির ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হবে। পরীক্ষায় বসলে পুরোটাই রিফান্ড করা হবে।
আবেদনের তারিখ
আবেদন শুরু হবে ২৩মে ২০২৩। শেষ তারিখ ৭ জুন ২০২৩।