কর্মপ্রার্থীদের জন্য সুখবর! বিপুল নিয়োগ করা হবে পূর্ব রেলওয়েতে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলের রিক্রুটমেন্ট সেল। অ্যাপ্রেন্টিস পদে হবে এই নিয়োগ। মোট ৩১১৫ জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। হাওড়া বিভাগের জন্য ৬৫৯টি, লিলুয়া ওয়ার্কশপের জন্য ৬১২টি, শিয়ালদহ বিভাগের জন্য রয়েছে ৪৪০টি পদ। এছাড়া কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭টি পদ, মালদায় ১৩৮টি পদ, আসানসোলে ৪১২টি ও জামালপুরে ৬৬৭টি পদ রয়েছে।
এই পদের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
বয়স: সাধারণ চাকরিপ্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সে ছাড়।
আবেদন ফি: আগ্রহীদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে (https://er.indianrailways.gov.in/)-এ গিয়ে আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য সব পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকেই।