একাধিক পদে নিয়োগ করবে পূর্ব রেল। পশ্চিমবঙ্গের অধিকাংশ ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩১১৫টি। কীভাবে আবেদন করবেন! কবে আবেদনের শেষ দিন! দেখে নিন।
হাওড়া ডিভিশন- ৬৫৯টি
লিলুয়া ডিভিশন- ৬১২টি
শিয়ালদহ ডিভিশন- ৪৪০টি
কাঁচরাপাড়া ওয়ার্কশপ- ১৮৭টি
মালদা ডিভিশন- ১৩৮টি
আসানসোল ওয়ার্কশপ- ৪১২টি
জামালপুর ওয়ার্কশপ- ৬৬৭ টি
আগ্রহী প্রার্থীদকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। অথবা সমমানের পরীক্ষায় স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে। ২৪ বছর পেরিয়ে গেলে হবে না। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।
এই বিজ্ঞপ্তি দেখে যারা আবেদন করবেন, তাদের মেধাতালিকার মাধ্যমে বেছে নেবে পূর্ব রেল। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে।
আবেদনপত্র জমা দিতে গেলে ১০০ টাকা লাগবে। সংরক্ষিত শ্রেণি ও মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন রেলের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন জমা দিতে পারবেন। www.rrcer.com - kolkata -এই সাইটে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। সেখানেই আবেদন করার পদ্ধতি বলে দেওয়া আছে।
আরও পড়ুন: ৪০০ পদে নিয়োগ করবে CRPF, সর্বাধিক বেতন ৬৯,১০০ টাকা
রেলের এই চাকরিতে লেভেল ফাইভ পে স্কেলে বেতন দেওয়া হবে। ন্যূনতম বেতন ২৯,২০০ টাকা। সর্বাধিক বেতন ৯২,৩০০ টাকা।
৩০ সেপ্টেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ২৯ অক্টোবর।