ভারতীয় রেলে চাকরির সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের পূর্ব শাখায় (Eastern Railway Recruitment) টিকিট কাউন্টারে। টিকিট সেলার পদে নিয়োগ করা হবে।
পদের নাম
হল্ট কনট্রাক্টর
কন্ট্রাক্ট পিরিয়ড
৫ বছরের জন্য নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
আবেদন ফি
হল্টের দায়িত্ব নেওয়ার আগে ২ হাজার টাকা জমা করতে করতে হবে।
কোন স্টেশনে নিয়োগ ?
ঘুটিয়ারি শরীফ এবং পিয়ালীর মধ্যে গৌড়দহ হল্ট স্টেশনের জন্য কন্ট্রাক্টর নিয়োগ করা হবে।
আরও পড়ুন - মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরি, মাসিক বেতন ১৮ হাজার
বেতন
১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট বিক্রি করলে ১৫ শতাংশ, ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হলে ১২ শতাংশ, ১ লক্ষ টাকায় ৯ শতাংশ, ২ লক্ষ টাকায় ৬ শতাংশ এবং ২ লক্ষের বেশি টাকা ৩ শতাংশ কমিশন পাওয়া যাবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,Room No.44, Kaizer Street, Kolkata -700014
আবেদনের শেষ তারিখ
১৯ অক্টোবর ২০২৩।