কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে (ECIL) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
সংস্থার নাম
ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (ECIL)
পদের নাম
টেকনিক্যাল অফিসার
শূন্য পদ
২০০টি। এর মধ্যে জেনারেলদের জন্য ৮০টি। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দের জন্য ২০টি। ওবিসিদের জন্য ৫২টি। এসসিদের জন্য ৩৩টি। এসটিদের জন্য ১৫টি।
আরও পড়ুন- হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ, বেতন লাখ টাকার উপরে
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে আবেদনকারীকে। CSE/IT/ECE/EEE/Mech/Electronics Engineering-এ B.E/B.Tech Degree/Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন
প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা।
বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকতে হবে।
আবেদন
প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান
CED Buliding, Main Factory, Electronics Corporation Of India Limited, ECIL Post, Hyderabad- 500062
ইন্টারভিউয়ের তারিখ
১১ জানুয়ারি, ২০২৩