চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের দফতরে চাকরির সুযোগ। কারণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শ্রম দফতর। কর্মচারী রাজ্য বীমা নিগম (ESI), শ্রম এবং রোজগার দফতরে নিয়োগ করা হবে। এর মধ্যে ESI দফতরটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা।
পদের নাম
সিনিয়র রেসিডেন্ট
শূন্যপদ
ক্লিনিকাল ৩৪টি, নন ক্লিনিকাল ২৫টি, GDMO ২টি
শিক্ষাগত যোগ্যতা
MCI কিংবা NMC স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউশন অথবা হাসপাতাল থেকে MD/MS/DNB ইত্যাদি বিষয়ে মেডিক্যাল স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
আবেদনপ্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতন
প্রতিমাসে বেতন ১ লক্ষ ৩৩ হাজার ৬৪০ টাকা।
আরও পড়ুন - কৃষি দফতরে কর্মখালি, মিলবে মোটা বেতন, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর
আবেদন পদ্ধতি
ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ইন্টারভিউর দিন সংস্থার অফিসে পৌঁছতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ
৫,৬,৭,১০ এবং ১১ জুলাই ২০২৩।
ইন্টারভিউয়ের স্থান
ESI-PGIMSR & ESIC Medical College, Joka Diamond Harbour Road, Kolkata- 700104